DailyBarishalerProhor.Com | logo

১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কর্মহীন পরিবারের মাঝে ভ্যানগাড়ি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন শিল্পপতি মামুন খান

প্রকাশিত : মে ১৬, ২০২১, ০৮:২৩

কর্মহীন পরিবারের মাঝে ভ্যানগাড়ি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন শিল্পপতি মামুন খান

আল আমিন বাবুগঞ্জ, বরিশালের বাবুগঞ্জে যাচাই বাছাইয়ের মাধ্যমে কর্মক্ষম ১৫ জনের মধ্যে ভ্যানগাড়ি প্রদান করে প্রশংসায় ভাসছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিল্পপতি আলহাজ¦ মামুন খান। ভ্যানগাড়ি প্রদানের মাধ্যমে ১৫জন মানুষের কর্মসংস্থান ও তাদের পরিবারের রোজগারের ব্যবস্থা করেছেন তিনি। (১৫ মে) ঈদের ২য় দিন সকালে উপজেলার পূর্ব পাংশায় নিজ বাড়িতে বসে কোন ধরনের আনুষ্ঠিকতা ছাড়াই এই ভ্যানগাড়ি প্রদান করেন । উপজেলার মাধবপাশা ইউনিয়নসহ পাশর্^বর্তী ইউনিয়নের ১৫জন কর্মক্ষম অসহায় ব্যক্তির খোঁজ খবর নিয়ে নিজেই বাছাই করে ভ্যানগাড়ি প্রদানের জন্য নির্বাচন করেন।

ভ্যান পেয়ে মাধপাশা ইউনিয়নের মনির হোসেন হাওলাদার আবেগে আপ্লুত হয়ে বলেন,মামুন ভাই ভালো মানুষ। এর আগে আমাদের অনেকেই টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। যা বাজার-সদয় করে খেয়ে ফেলেছি। মামুন ভাই আমাদের ভ্যান গাড়ি দেওয়ায় কর্মসংস্থান হয়েছে। এখন ভ্যান চালিয়ে ছেলে মেয়ে নিয়ে খেয়ে বাঁচতে পারবো।
শিল্পপতি আলহাজ¦ মামুন খান বলেন, পরিক্ষামূলকভাবে ১৫জনকে ভ্যানগাড়ি প্রদান করেছি। ভ্যানগাড়ি চালিয়ে যদি তারা নিজ নিজ পরিবারের জন্য ভালো কিছু করতে পারে তাহলে ভবিষ্যতে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে বাছাই করে ভ্যানগাড়ি প্রদান করা হবে। যাদের ভ্যান গাড়ি দেওয়া হয়েছে তারা সবাই ভ্যানগাড়ি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। মূলধনের অভাবে নিজেরা ভ্যানগাড়ি ক্রয় করতে পারছিলো না।
এদিকে সুশিল সমাজ মনে করছে মামুন খানের মতো যদি সমাজের উচু পর্যায়ের মানুষ ভাবতো এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখতো তাহলে দারিদ্রতার হার কমে আসতো।
উল্লেখ্য শিল্পপতি আলহাজ¦ মামুন খান ইউনিকল বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভাপতি এর দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি নিজের বাবার নামে মোসলেম আলী খান মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি পদে রয়েছেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


:

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার শিমু
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।