বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে প্রথম ধাপে ৬টি ইউনিয়নের ৪টিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
প্রাচারনার শেষ দিনে প্রার্থীরা বৃষ্টি উপেক্ষা করে জনগনের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।
এদিকে উপজেলার নদী বেষ্টিত ইউনিয়ন কেদারপুরে ভোট নিয়ে শংকা প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী জামাল হোসেন।
তিনি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজারের নির্বাচনী অফিসে একটি সংবাদ সম্মেলন করেন।
শনিবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নৌকা প্রতীকের কর্মী সমার্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচারন বিধি উপেক্ষা করার অভিযোগ এনে বলেন, তারা নির্বাচনী সভার প্রকাশ্য বক্তব্যে হাতুড়ি প্রতীকের এজেন্টদের হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়ে ভীতি তৈরি করছে। এলাকায় বহিরাগতদের এনে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ১,২,৩,৪নং কেন্দ্রে হাতুড়ি প্রতিকের এজেন্ট দিতে দিবে না বলে প্রচার করে বেড়াচ্ছে। সাংঘর্ষিক বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।
আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু ও নিরাপেক্ষ ভোটের পরিবেশ তৈরি করে সাধারন ভোটারদের ভোট প্রয়োগের সূযোগ করে দিন।
নির্বাচন কমিশন কে অনুরোধ করছি যাতে ঝুকিপূর্ণ কেন্দ্র গুলোতে বেশি করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব দেয়া হয়। আশা করছি ইউনিন পরিষদ নির্বাচন প্রভাবিত ও প্রশ্নবৃদ্ধ করতে দিবেন না দায়ীত্বশীল কতৃপক্ষ।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত