বাবুগঞ্জ প্রতিনিধি :বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আলোচিত ২নং ওয়ার্ডে গত ২৩ বছরের রেকর্ড ভেঙ্গে দিয়ে বিজয়ী হয়েছেন এইচ এম কবির হোসেন সরদার। পরপর ৪বার নির্বাচিত হওয়া গত ২৩ বছর যাবৎ ওয়ার্ডটিতে
ফিরোজ মুন্সি ইউপি সদস্য হিসাবে দায়ীত্ব পালন করছিলেন। তাই এটিকে ফিরোজ মেম্বারের দূর্গ বলে জানত উপজেলাবাসী।
তবে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভেলকি দেখিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তরুন সমাজ সেবক কবির সরদার।
তিনি পেশায় একজন ব্যবসায়ী হয়েও ওয়ার্ড বাসীর বিপদে আপদে এগিয়ে আসায় ব্যালটের মাধ্যমে প্রতিদান দিয়েছেন ভোটাররা। পরাজিত করেছেন বিগত চার চার বারের সাবেক মেম্বার ফিরোজ মুন্সিকে। আর এ বিজয়ের পিছনে বড় ভূমিকা রেখেছেন কবির সরদারের ভাই বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো: কামাল সরদার।
উল্লেখ্য ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুরুষ ও মহিলা মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ২৫০ জন। তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৫৯৯ জন ভোটার। বিজয়ী কবির সরদার তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী মোঃ ফিরোজ মুন্সি মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৯ ভোট এবং নাসিম মুন্সি টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ ভোট।
বিজয়ী কবির সরদার বলেন, আমার পিতৃতুল্য বড় ভাই, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কামাল সরদারের অনুপ্রেরণায় আমি সাধারণ মানুষের সেবায় উদ্বুদ্ধ হয়ে পাশে থাকতে চাই। সেই সাথে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বীতায় পরাজিত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমার সাধ্যমতো অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেবা মূলক কাজ করতে চাই।
সরকারি সকল সুবিধা বিনিময় ছাড়া সঠিক বন্টন করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করে ভোটারদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত