রিয়াদ হোসাইনগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে আগুন লেগে রিয়াজ খান (৩৫) নামের এক টাইলস মিস্ত্রির বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় রিয়াজের দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামে। ভুক্তভোগী রিয়াজ ওই গ্রামের লতিফ খানের ছেলে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। বিষয়টি নিশ্চিত করেছেন গোলখালী ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন। ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড়গাবুয়া গ্রামে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে আগুন লেগে টাইলস মিস্ত্রি রিয়াজ খানের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের খুঁটির সঙ্গে বাঁধা রিয়াজের দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। রিয়াজের ডাক চিৎকারে এলাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা বসতঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে দুপুরের পরে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে ত্রাণের টিন, কম্বল ও খাদ্য সহায়তা দেয়া হবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত