বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আকনের পিতা, উপজেলার রহমতপুর ইউনিয়নের দ্বারিকা গ্রামের ১ নং ওর্য়াডের প্রাত্তন ও প্রবীন ইউপি সদস্য আঃ করিম আকন ইন্তেকাল করেছেন।
সোমবার দিবাগত রাতে বাধর্কজনিত কারনে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।
মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য নাতি-নাতনি রেখে গিয়েছেন।
মঙ্গলবার দুপুর ২ টার সময় দোয়ারিকা এলাকায় তার নিজ বাড়ির সামনে জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাযা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, সহ সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী, রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওমর ফারুক বাবুল আকন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাবু, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহ সভাপতি সুজন আহাম্মেদ সহ স্থানীয় আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
বাবুগঞ্জের অন্যতম প্রবীণ এ জনপ্রতিনিধির
মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি জানিয়েছেন। মরহুম আঃ করিম আকনের জানাযা নামাজে সাহস্রাধিক মানুষ অংশগ্রন করে তার আত্মার শান্তি জামনা করেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত