বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে জান্নাতুল ফেরদৌস সিফা(১৯) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ১২টার দিকে উপরজলার খানপুরা গ্রামের আজাদ হোসেন জুয়েলের বাড়িতে। নিহত গৃহবধুর উপজেলার পশ্চিম দেহেরগতি গ্রামের মৃত্যু জামাল হোসেনের মেয়ে। স্থানীয় সূত্র জানা গেছে, ১বছর পূর্বে তাদের বিয়ের পর স্বামী ও শ্বাশুড়ী সাথে পারিবারিক কলহ লেগে থাকতো। তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী ও শ্বাশুড়ী শারীরীক র্নিযাতন করায় গৃহবধু অভিমান করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। সিফার মৃত্যুর পর স্বামী আজাদ হোসেন জুয়েল বাড়ি থেকে পালিয়ে যায়। নিহত গৃহবধুর চাচাতো ভাই মোঃ রাজিব হোসেন জানায়, নিহতের স্বামী জুয়েল খান মোবাইল ফোনে তাকে জানান, সিফা ঘরের মধ্যে ফ্যানের সাথে ওড়না ঁেপচিয়ে আত্মহত্যা করেছে। তিনি অভিযোগ করে বলেন, আমার তার স্বামী ও শ্বাশুড়ী শারীরীক নিযার্তন করে হত্যার পর তার গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। এ বিষয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি কমলেস চন্দ্র হালদার বলেন, লাশ বরিশাল শেবা-চিম হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতন্তের রিপোট পাওয়ার পর তদন্তপূবর্ক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত