রিয়াদ হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি::
পটুয়াখালীর গলাচিপায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রনোদনা ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা। এ সময় তিনি ২০ জন ঋণ গ্রহীতার মধ্যে ২২ লাখ টাকার চেক বিতরণ করেন। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপকারভোগী ঋণগ্রহীতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত