বাবুগঞ্জ প্রতিনিধি : ৩য় ধাপের ইউপি নির্বাচনে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলার রহমতপুর ইউনিয়নে ভোটগ্রহন। ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করছেন প্রার্থীরা। মঙ্গলবার নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম এর কাছ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার। প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন তার ছেলে মেরিন ইঞ্জিনিয়ার মো. আহসান উল্লাহ। এসময় তার সমার্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মেরিন ইঞ্জিনিয়ার মো. আহসান উল্লাহ বলেন, আমার বাবা বিগতদিনে এই ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন। এবার শেষবারের মত তিনি মানব সেবার প্রত্যায়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন। তার বিজয়ের মাধ্যমে জনগনের আশার প্রতিফলন ঘটবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত