বাবুগঞ্জ প্রতিনিধি : ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাবুগঞ্জের রহমতপুর ইউপি নির্বাচন। ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন। প্রচার প্রচারনা ও মানুষের ভালবাসা আদায়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও জাকের পার্টি সমার্থন দিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট ব্যাংক তৈরিতে আগে-ভাগেই প্রাচারনায় নামবে বলে বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিচ্ছেন দল দুইটির নেতাকর্মীরা।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বাবুগঞ্জ আওয়ামীলীগের বর্ধিত সভায় বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, এমপি গোলাম কিবরিয়া টিপুর প্রতিনিধি উপস্থিত হয়ে নৌকা প্রতীকের পক্ষে সমার্থন জানিয়ে বক্তাব্যে বলেন, মিলন মৃধা নৌকা পাওয়ায় এমপি মহাদয়ের নির্দেশে রহমতপুর ইউনিয়নে জাতীয় পার্টি কোন প্রার্থী দিবে না। জাতীয় পার্টির প্রতিটা কর্মী নৌকার সমার্থনে কাজ করবে।
২৯ অক্টোবর সন্ধ্যায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রর সামনে স্থানীয়দের সাথে আয়োজিত আলোচনা সভায় জাকের পার্টির জেলা সাধারন সম্পাদক মন্টু সিকদার নৌকা প্রতীকের প্রার্থী মিলন মৃধাকে সমার্থন দিয়ে বলেন, আসছে নির্বাচনে নৌকা বিজয়ী করতে জাকের পার্টির সকল নেতাকর্মী সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে। আমারা মিলন মৃধার আচারনে সন্তুষ্ট হয়ে তার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম পলাশ, রহমতপুর আওয়ামীলীগের সভাপতি জালাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, আলীগ নেতা লিটন কাজী, সমাজ সেবক মালেক হাওলাদার, গোলাম কিবরিয়া, মোবারক হোসেন, কাজী শাহ আলম, চুন্নু মিয়া, দেলোয়ার হোসেন, প্রিয় লাল প্রমুখ।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত