বাবুগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামপট্টি-মহিষাদী ২নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ও বর্তমান ইউ পি সদস্য মোঃ সাদেক হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রোববার বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আজাহার কাজী, উত্তর রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক প্রমূখ।
রহমতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে এবং এলাকাবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার ব্রত নিয়ে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও সাদেক হোসেন বলেন, জনগণ আমাকে ভালোবাসেন আর সেই ভালোবাসার এবং এলাকাবাসীর ইচ্ছা ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
আশা করছি আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের (রামপট্টি-মহিষাদী) সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হয়ে অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর । ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৮ নভেম্বর ভোট গ্রহণ।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত