বাবুগঞ্জ প্রতিনিধি : গতবারের মতো এবারও আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. সরোয়ার মাহমুদ। ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে রহমতপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে।
সে লক্ষ্যে শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন।
শুক্রবার উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম সরোয়ার মাহমুদ এর হাতে আনারস প্রতীক তুলে দিয়েছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারনায় নেমেছেন ক্লিন ইমেজের এই প্রার্থী। দুপুর থেকেই মাইকিং, পোষ্টার সাটানো, লিফলেট বিতরণ ও ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে নেতাকর্মীরা আনারস প্রতীকের প্রচারনা চালাচ্ছে।
প্রতীক বরাদ্দ পেয়ে সারোয়ার মাহমুদ বলেন, গতবার নির্বাচনে আমি আনারস প্রতীক পেয়ে নির্বাচিত হয়েছে। গত ৫ বছরে আমি চেয়ারম্যান হিসাবে সততার সাথে গরিবের বরাদ্দ পৌঁছে দিয়েছে। সরকারি বরাদ্দের বাইরে নিজ অর্থে সাহজ্য সহযোগীতা করেছি। মানুষের হক নষ্ট করিনি। আশা করি এবারের নির্বাচন সুষ্ঠু হলে গতবারের চেয়ে বেশি ভোট পেয়ে জয়যুক্ত হবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত