বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন রহমতপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট প্রয়োগ করবেন ভোটাররা। আসছে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে শক্ত অবস্থান তৈরি করছেন ওয়ার্কার্স পার্টির মনোনিত হাতুড়ি প্রতীকের প্রার্থী শাহিন হোসেন। তিনি প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কর্মী সমার্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। মহিলা ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় জোর দিচ্ছেন তিনি। এলাকায় ঘুরে দেখা গেছে, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তিনি এই ওয়ার্ড গুলোতে বিপুল ভোটে এগিয়ে থাকবেন বলে স্থানীয়দের মধ্যে ধারনা জন্মেছে। এছাড়া ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডে কৌশলী প্রচারনায় বিগত দিনের সকল রেকর্ড ভেঙে ভোট ব্যাংক তৈরি করেছে বলে জানিয়েছে হাতুড়ি প্রতিকের সমার্থকরা। শাহিন হোসেন বলেন, মোট ভোটের অর্ধেক মহিলা ভোটার। তাই আমি উঠান বৈঠকের চেয়ে মা-বোনদের কাছে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় বেশি সময় দিচ্ছি। পাশাপাশি বিকাল থেকে উঠান বৈঠকের মাধ্যমেও প্রচারনা চালাচ্ছি। আশা করি সুষ্ঠু পরিবেশে ভেটাররা ভোট প্রয়োগ করতে পারলে হাতুড়ি প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত