বাবুগঞ্জ প্রতিনিধি: ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনিত হাতুড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনিচুর রহমান সবুজ বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ পুনরায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজয়ের লক্ষে চেয়ারম্যান পদে প্রার্থীতা করেছে। বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা তিনি নির্বাচনী এলাকার রেইনট্রি তলা,টেপার হাট, আরজি কালিকাপুর, ময়দানের হাট এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করেছেন। এসময় তার সাথে স্থানীয় অর্ধ শতাধীক লোক উপস্থিত ছিলেন।
আনিচুর রহমান সবুজ বলেন, আমি বিগত দুই মেয়াদ নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। সরকারি বরাদ্দ সঠিকভাবে সুষম বণ্টন করেছি। রাস্তা ঘাট উন্নয়নে কাজ করেছি। আমার বাবাও এই ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করছেন। ইউনিয়নবাসী আমার পরিবারকে ভালোবাসে বলেই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে। এবারের ভোট সুষ্ঠু হলে পুনরায় মানুষ হাতুড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত