বাবুগঞ্জ প্রতিনিধি !! বাবুগঞ্জে সমবায় সমিতির সদস্যদের মাঝে আবর্তক ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে মঙ্গলবার চাঁদপাশা হাইস্কুল ও কলেজ মিলনায়তনে চাঁদপাশা ইউনিয়নের প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মাঝে ৮৯ লাখ টাকার ওই আবর্তক ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চাঁদপাশা ইউনিয়ন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ফারজানা বিনতে ওহাবের সভাপতিত্বে ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক (অতিরিক্ত সচিব) ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস।
উপজেলা সমবায় অফিসার মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা সমবায় অফিসার মোঃ গোলাম কবীর শরীফ, বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক ও চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী।
আবর্তক ঋণ বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা তৈরির চেষ্টা চলছে। এজন্য সরকার থেকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করা হচ্ছে। সমবায় সমিতিগুলো এক্ষেত্রে একটি বিরাট ভূমিকা পালন করছে। প্রতিটি সমবায়ী সদস্য চাইলে আবর্তক ঋণের এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারে। সেইসাথে স্বনির্ভর বাংলাদেশ গড়ায় অবদান রাখতে পারে।’
আবর্তক ঋণ বিতরণ অনুষ্ঠানে এসময় চাঁদপাশা ইউনিয়ন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ৮৯ জন সদস্যদের প্রত্যেককে দুইটি করে গাভী কেনার জন্য জনপ্রতি ১ লাখ টাকা করে ৮৯ লাখ টাকা ঋণের চেক বিতরণ করেন অতিথিরা। আবর্তক ঋণ কর্মসূচির আওতায় এই ঋণ পরিশোধের সঙ্গেসঙ্গে আবার নতুন করে ঋণ নেওয়ার সুযোগ পাবেন সমবায়ী খামারিরা।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত