বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকায় গত ১৬ এপ্রিল প্রথম পাতায়, বরিশালে মুক্তিযোদ্ধাকে হয়রানি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা“ শিরোনামে আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে,উক্ত সংবাদটি আমার দৃষ্টিগুচর হয়েছে। মূলত বরিশাল সদর উপজেলার মুক্তিযোদ্ধা আবুল হোসেন আমার চাচা। তিনি সাংবাদিক ভাইদের কাছে মণগড়া মিথ্যা তথ্য প্রদান করে, আমার বিরুদ্ধে ওই সংবাদটি প্রকাশ করেছেন। প্রকৃত ঘটনা হচ্ছে, আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি ও আমার তৈরী ঘর দখলের জন্য আমার চাচা আবুল হোসেন সহ আমার চাচতো ভাইরা ষড়যন্ত্র করে আমি সহ আমার অসুস্ত মাকে বাড়ি থেকে নামিয়ে দেয়ার পায়তারা চালিয়ে আসছেন। প্রকৃত ঘটনার প্রমানপত্র নিয়ে, বরিশাল প্রেসক্লাবে আমার অসুস্ত মাকে নিয়ে সংবাদ সম্মেলন করি। পাশাপাশী ন্যায় বিচার চেয়ে, বরিশালের একটি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। যার ফলে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছেন আমার চাচা ও চাচতো ভাইরা।
নিবেদক
নাসিম শরীফ
পিতা:-মৃত আবদুল হাকিম শরীফ
কাশিপুর,বরিশাল।
‘‘দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ : হাসান মামুন’
প্রতিষ্ঠাতা: মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি !! ‘বিগত সরকারের......বিস্তারিত