বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্বনবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম চরিত্রের উপর কটুক্তি করার প্রতিবাদে ভারতের নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দল’র ফাঁসির দাবীতে বাবুগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার ( ১৩জুন) বিকেল সাড়ে ৫টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সম্মুখে রহমতপুর-মীরগঞ্জ সড়কে ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ জম্ইয়তে হিজবুল্লাহ্ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন খানের সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় ওই কর্মসূচীতে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মু. আক্তার-উজ-জামান মিলন, জম্ইয়তে হিজবুল্লাহ্ বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মাওঃ সহিদুল্লাহ খান, বাবুগঞ্জ টিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, প্রভাষক মাওঃ আব্দুল রাজ্জাক, ছাত্রহিজবুল্লাহ্ বাবুগঞ্জ শাখার সভাপতি মাওঃ মোঃ রেজাউল করিম প্রমূখ।
এসময় বক্তারা অভিযুক্ত নূপুর শর্মা ও নবীন কুমারের বিরুদ্ধে ফাঁসির দাবী জানিয়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবের অনুরোধ জানান।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত