DailyBarishalerProhor.Com | logo

৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে চাঁদা না পেয়ে পিতা-পুত্রের উপর হামলা

প্রকাশিত : আগস্ট ০৬, ২০২২, ২১:৩৯

বাবুগঞ্জে চাঁদা না পেয়ে পিতা-পুত্রের উপর হামলা

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে পিতা পুত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ৮ টায় মাধবপাশা ইউনিয়নের হিজলার পোল বাজারে এই ঘটনাটি ঘটে। হামলায় গুরতর আহতরা হলেন মোঃ সাব্বির হোসেন (রতন) ও তার পিতা সিরাজ কবিরাজ। এ ঘটনায় সাব্বির হোসেন রতন বাদী হয়ে বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩৪। মামলারসূত্রে জানা যায়, হিজলারপোল বাজারে হামলার শিকার সাব্বির হোসেন রতনের পিতা সিরাজ কবিরাজ কাঁচামালের ব্যবসা করে আসছিলো। গত কয়দিন ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী সিরাজ কবিরাজের কাছে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা না দিলে বাজারে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দিয়ে যায় তারা। বিষয়টি তিনি বাজারের গন্য মান্য ব্যাক্তির কাছে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাহিনী ২৩-৭-২২ তারিখ শনিবার রাতে কাঁচামালের দোকানের সামনে বসে ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোটা নিয়ে সিরাজ কবিরাজ ও তার ছেলে সাব্বির হোসেন রতনের উপরে হামলা চালায়। এসময় তাদের পিটিয়ে গুরতর আহত করে তাদের কাছে মাঠি কাটা লেবার নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়। মামলার বাদী সাব্বির হোসেন (রতন) বলেন, আমার পিতা সিরাজ কবিরাজ হিজলারপোল বাজারের ছোট একটি কাঁচামালের দোকানে বসিয়ে ব্যবসা করেন। এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা দোকানে আসে চাঁদাদাবি করেন। বিষয়টি বাজারের গন্য মান্য ব্যাক্তির কাছে জানালে গত শনিবার রাতে দোকানের সামনে বসে চাঁদাবাজ ও সন্ত্রাসী মোঃ খোকন সিকদারের নেতৃত্বে মোঃ জলির, রুমান সিকদার,আলম সিকদার,লিটন, রিয়াজ, আনিসসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা করেন। আমাদের চিৎকারে বাজারে আশপাশ থেকে লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে আমি ও আমার পিতা গুরত্বর আহত হয়। আমি প্রশাসনের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


:

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার শিমু
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।