DailyBarishalerProhor.Com | logo

২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেনন হত্যা চেষ্টার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : আগস্ট ১৭, ২০২২, ১৮:০৮

মেনন হত্যা চেষ্টার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

বাবুগঞ্জ প্রতিনিধি ॥  বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে সন্ত্রাসীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাবুগঞ্জ উপজেলা পরিষদ এর সামনের সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। ‘সাম্প্রদায়িক মৌলবাদ, জঙ্গিবাদ, ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাস রখে দাও, অসম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখো’ এই শ্লোগানকে সামনে রেখে রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ৩০ বছর পূর্তিতে সন্ত্রাস বিরোধী দিবসের ডাক উপলক্ষে  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড মোজাম্মেল হক ফিরোজ এর সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো.শাহিন হোসেনের সঞ্চালন সমাবেশে  প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমরেড টিএম শাহজাহান, কমরেড বিশ্বজিৎ বাড়ৈ, কমরেড মতিউর রহমান কালু, কমরেড আনিচুর রহমান সবুজ, জামাল উদ্দিন, যুবমৈত্রীর উপজেলা  সভাপতি হাসানুর রহমান পান্নু প্রমুখ।  এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৫শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, পুরো আগস্ট মাসই একটা আতঙ্কের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে ঘাতকের দল। ’৯২ সালে প্রগতিশীল, সমাজ পরিবর্তনের লড়াকু সৈনিক রাশেদ খান মেননকে হত্যার চেষ্টা করা হয়। ১৯৯২ সালের আজকের এইদিনে ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য সন্ত্রাসীরা গুলি করে। ৩০ বছর হয়ে গেলেও সন্ত্রাসীরা এখনও বিচারের আওতায় আসেনি। আমরা ওই সকল সন্ত্রাসীদের বিচারের দাবী করছি। এছাড়া দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে মানুষ অসহায় হয়ে পরছে বলে বক্তারা বলেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।