বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ মোতালেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ্জামান মিলন,বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল হাসান অরুন শিকদার,বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, স্টেশন লিডার আব্দুল মালেক মিয়া, জাহিদুল ইসলামসহ ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ ।
এর পরে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কৌশল, বিভিন্ন প্রাকৃতিক ও অনাকাঙ্খিত দুর্যোগ কিভাবে মোকাবিলায় করা হয় তা প্রদর্শন করেন।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত নানা কর্মসূচীর মধ্যদিয়ে এবারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হবে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত