বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ জমকালো অনুষ্ঠান ও বিশেষ সম্মানোনা প্রদানের মধ্য দিয়ে বাবুগঞ্জের মাসিক আলোকিত কণ্ঠ পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপলক্ষে শনিবার সকাল ১০টায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও সম্মানোনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এ এস মাহমুদের সভাপতিত্বে এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সাইফুল রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ইতিহাসবিদ মোঃ সিরাজ উদ্দীন আহম্মেদ। অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব বাবুগঞ্জ আলোকিত কণ্ঠ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক নওয়াজীশ আলী খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস। অনুষ্ঠানে কোভিট-১৯পরিস্থিতি মোকাবেলায় বিশেষ অবদান রাখার জন্য ১২জনকে সম্মানোনা প্রদান করা হয়। এরা হচ্ছেন-ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাসসহ বরিশাল ফরএভার সোসাইটির চেয়ারম্যান ও চাঁদপাশা হাইস্কুল এ্যান্ড কলেজের সভাপতি ইকবাল হোসেন তাপস, এভারগ্রীণ ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপণা পরিচালক আবুল কালাম আজাদ, অগ্রণী ব্যাংক’র মহা ব্যবস্থাপক(বরিশাল) মোঃ গোলাম কিবরিয়া, এন আর বি সি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপণা পরিচালক গোলাম আউলিয়া, ডিজিটাল গ্রুপের ব্যবস্থাপণা পরিচালক এ্যাড. এস এম সফিউল্লাহ, শাহাজালাল ইসলামী ব্যাংক এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল বাশার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুণ, সিকদার ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার, হাওলাদার ব্রিক্স ম্যানুফেক্সার কোঃ এর স্বত্বাাধিকারী সাহিদুর রহমান শাকিল, সাব-রেজিষ্টার এস এম আদনান নোমান, টি এস পি ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপণা পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচানা কমিটির আহবায়ক বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ গোলাম হোসেন।এসময় উপস্থিত ছিলেন মূলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, পূর্ব হোসনাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান হুমায়ুন, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম খলিলুর রহমান, বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, ফরিদগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, বীর মুক্তিযোদ্ধা হালিম হাওলাদার, মূলাদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অব্দুল্লাহ আল মামুন, মুফদিউল ইসলাম সাদাত সিকদার, আরাফাত হোসেন ফরিদ, সাংবাদিক আল আমিনসহ স্থানীয় সকল পেশার সাধারণ মানুষ। অনুষ্ঠানে বক্তারা আলোকিত কণ্ঠ পত্রিকার ভূয়সী প্রশংসা করে এর উত্তর উত্তর সফলতা কামনা করেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত