DailyBarishalerProhor.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাথরঘাটায় জমি বিরোধ হামলায় চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যু! ১৯ জন আসামী করে মামলা 

প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২২, ২২:৩৩

পাথরঘাটায় জমি বিরোধ হামলায় চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যু! ১৯ জন আসামী করে মামলা 

নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ জালাল হাওলাদার (৫৫) গত ২৩ সেপ্টেম্বর ২০২২ ইং থেকে দীর্ঘ ২ মাস চিকিৎসায় চলাকালীন অবস্থায় ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। মৃত জালাল হাওলাদার উপজেলার রায়হানপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মৃত আঃ ছায়েদ হাং এর পুত্র।

 

মামলার এজাহার ও সাক্ষাতকার অনুযায়ী মৃত জালাল হাওলাদারের বড় ছেলে মোঃ রিমন (২২) জানান, আমরা দীর্ঘদিন বাড়িতে ছিলাম না, আমাদের বাড়িতে আমার দাদার দেওয়া জমিতে ঘর তুলতে আমরা বাড়িতে আসি। ঘর তোলা নিয়ে আমার চাচার সাথে দ্বন্দ্ব হয় এবং এ নিয়ে কয়েকবার সালিশ ব্যবস্থা হয়। তবে কোনক্রমেই তারা আমাদেরকে জমি দিতে রাজি না থাকায় আমরা আমাদের জমিতে বসত ঘর তুলি, এক পর্যায়ে গত ২৩ শে সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে আমার চাচা ও আরো ২৫/৩০ জন লোক অতর্কিতভাবে আমাদের বসত ঘরে হামলা করে এবং আমাকে আমার বাবাকে মেরে যখন করে মাথায় আঘাত করে তাতে ২০ টি সেলাই লেগেছিল এবং হাতুড়ি দিয়ে পা ভেঙে দেয় আমার মা তাছলিমা বেগমকেও গুরুতর আহত করে আমাদের ঘরে থাকা টাকা সহ স্বর্ণালংকার লুটে নেয়, তাৎক্ষণিক পাথরঘাটা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে আমার বাবাকে উন্নত চিকিৎসার জন‍্য বরিশাল পাঠানো হয়। সে থেকে গত ২৩ নভেম্বর পর্যন্ত আমার বাবা কোন রকম জীবিত ছিলো চিকিৎসা অবস্থায় ২৩ নভেম্বর বেলা সাড়ে ১১ টার সময় তার মৃত্যু হয়, এমনকি বাবার লাশ দাফন দিতে কবর খুড়তেও আসামী পক্ষ বাঁধা দেয়, আমি আমার মৃত বাবার হত্যাকারিদের সঠিক বিচারের জন্য গত ২৫ নভেম্বর ১৯ জন নাম উল্লেখ ও ৭/৮ জন কে অজ্ঞাত নামায় আসামী করে মামলা দায়ের করি, মামলা নং ১৩/১১৭ পাথরঘাটা বরগুনা। মামলার ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৩০২।

এজাহারের তালিকা অনুযায়ী মৃত জালাল হাওলাদার এর পুত্র মোঃ রিমন হাওলাদার বাদী হয়ে ১৯ জন নাম উল্লেখ ও ৭/৮ জনকে অজ্ঞাত করে মামলা করেছেন, আসামীরা হলো- ১। হালিম মিস্ত্রি (৪৫) পিতা মৃত আঃ ছায়েদ হাং, ২। মোঃ জিয়া হাং (৪০) পিতা মৃত আঃ রহমান, ৩। হাসিব হাং (২০) পিতা হালিম মিস্ত্রি, ৪। শহিদুল হাং (৩৭) পিতা মৃত আঃ রহমান, ৫। শাহআলম (৫৫) পিতা মৃত আঃ আজিজ হাং, ৬। জসিম মিস্ত্রি (২৮) পিতা জয়নাল হাং, ৭। সজল হাং পিতা বেলায়েত হাং, ৮। রুবেল হাং পিতা আনোয়ার হাং ৯। জাকির বেপারী, ১০। রাজু শিকদার, ১১। মাসুদ দফাদার, ১২। ইলিয়াস, ১৩। বাচ্চু দফাদার, ১৪। হৃদয় হাং, ১৫। আনোয়ার হাং, ১৬। সনিয়া, ১৭। রুনু বেগম, ১৮। জয়নাল হাং, ১৯। আল আমিন হাং।

এ দিকে আসামী পক্ষের মধ্যে কাউকেই এলাকায় ও বাড়িতে না পাওয়ায় তাদের কোন বক্তব্য সংগ্রহ করা যায়নি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।