বাবুগঞ্জ প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্যদিয়ে বাবুগঞ্জের ঐতিহ্য বহনকারী বিদ্যাপিঠ রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়’র ১২১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় পায়রা ও বেলুন উড়িয়ে ২দিন ব্যাপি এ বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শিল্পপতি আলহাজ্ব মামুন খান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা সৈয়দ ফারুকুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, ইব্রাহীম খলিল, সাইফুল ইসলাম, হামিদুর রহমান, জাকির হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায় এর পরিচালনায় ও সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম বাদলের সঞ্চালনায় স্কাউট ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর প্যারেড ও ডিসপ্লে উপভোগ করেন অতিথিবৃন্দরা।
ডিসপ্লেতে ৫২ এর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চিত্র ফুটিয়ে তোলা হয়।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত