বাবুগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি কমিউনিটি সেন্টারে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান রাকিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ এবাদুল হক এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন। এসময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি জহিরুল হাসান অরুন ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ খান বাবলু, বরিশাল মহানগরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ন আহবায়ক শামসুল আলম ফকির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ আহমেদ।
বক্তব্য রাখেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন চাচ্চু, মাইনুল ইসলাম শিহাব, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম মাহফুজ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী হায়দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল শিকদার, জাহিদুল ইসলাম প্রিন্স ,উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ইরান, রিয়াজ হোসেন,মোহাম্মদ মাইনুদ্দিন, এইচএম লিমন, মেহেদী আসলাম খোকন, আক্তার হোসেন রতন, রিয়াজ শরীফ, লিটন তালুকদার, মোহাম্মদ রোমান, মোহাম্মদ রাজিব খান, আমিনুল ইসলাম, সোহাগ হোসেন ও বিএনপি নেতা মোঃ মনিরুজ্জামানসহ নেতাকর্মীরা।
এসময় বাবুগঞ্জে কর্মরত সকল সাংবাদিকর উপস্থিত ছিলেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত