বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডলের সাথে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত সারে ৮ টায় ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য নবাগত ওসি তুষার কুমার মন্ডল বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে পুলিশ কোনো আপোস করবে না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো লটারেন্স দেখাবে। তাই যেখানেই মাদক, সেখানেই অভিযান অব্যাহত থাকবে।
মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম,বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাইফুল রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুর ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সদস্য মোহাম্মাদ আলী ,দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন, প্রচার সম্পাদক মহিবুল ইসলাম সোহাগ প্রমুখ।
উল্লোখ্য, ওসি তুষার কুমার মন্ডল গত ২৭ মে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বরিশাল জেলার মুলাদী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত