বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জে বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু যুবক মোঃ রুবেল হোসন(২৬) উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের আব্বাস হাওলাদারের পূত্র।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রুবেল হোসেন পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। সে ঘটনার দিন একই গ্রামের হারুন মোল্লার বাড়িতে একটি বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
রুবেল হোসেন গত ৬ মাস আগে বিবাহ করেন। তার স্ত্রী ৩ মাসের গর্ভবতী বলে জানিয়েছেন তার পরিবার। তিন মাসের গর্ভবতী স্ত্রীকে রেখে বৈদ্যুতিক দূর্ঘটনায় রুবেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন থানা কতৃপক্ষ।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত