বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ থানার ১৯৮৮ সালের চুরি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাক আসামী গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মোঃ গোলাম মেস্তফা(৫৫) বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের মৃত আঃ রকমান হাওলাদার এর ছেলে।
থানাসূত্রে জানাযায়, ১১ আগষ্ট বাবুগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক ( এ এস আই নিঃ) মোঃ জসিম উদ্দিন সিকদার সংঙ্গীয় কনেষ্টবল মোঃ রিয়াদ হোসেনসহ ঢাকা সাভার মডেল থানা পুলিশের সহায়তায় সাভার মডেল থানাধীন চাপাইন তালতলা আসামীর বর্তমান নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন।
বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন,
১৯৮৮ সাল থেকে পলাতক ১ বছররের সাজা প্রাপ্ত আসামী গোলাম মোস্তফাকে গ্রেপ্তার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লখ্য যে উক্ত আসামীর গ্রেপ্তারি পরোয়ানা টি সংশ্লিষ্ট থানার জিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানা রেষ্টারের সব থেকে পুরানো গ্রেফতারি পরোয়ানা অর্থাৎ ১৯৮৮ সাল থেকে রেজিষ্টারের ১( এক) নাম্বার পরোয়ানা। বাবুগঞ্জ থানার মামলা নং-০৬,তারিখ ১৬-০৬-১৯৮৮ ইং। সিরিয়াল নং ছিলো ১৯৮৮ সালে – ০১/৮৮ এবং ১/২০২৩ ইং।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত