DailyBarishalerProhor.Com | logo

৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে বসতঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

প্রকাশিত : সেপ্টেম্বর ০৫, ২০২৩, ১১:২৮

বাবুগঞ্জে বসতঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বসতঘর ভেঙে ফেলে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরফতেপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বাবুগঞ্জ থানাধীন জাহাঙ্গীর নগর ফারির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, ১৯৭৬ সালে কাশেম আলী হাওলাদার এর কাছ থেকে লিয়াকত আলী খান ১০.৭৫ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকেই লিয়াকত আলী খান ওই জমি ভোগদখল করে আসছেন। তারই ধারাবাহিকতায় ওই জমিতে একটি টিনসেড ঘর নির্মান করে বসবাস করে আসছেন।
সোমবার সকালে লিয়াকত আলী খান এর ছোট ভাই মোঃ জাফর আলী খান নান্না, অপর ভাই আবু সাঈদ খান জিন্নাহ ও তার বোন মোসাঃ মায়া, মোসাঃ রিনা, মোসাঃ নাজমা সহ তাদের তাদের সন্তান দের নিয়ে ছোট ভাই লিয়াকত আলী খান ও তার স্ত্রী এর উপর অতর্কিত হামলা করে ঘর থেকে বের করে দেন। পরে ঘরটি ভেঙে অন্যত্র ফেলে দেন।
ভুক্তভোগীর মেয়ে খাদিজা আক্তার জুথি বলেন, আমার বাবা অসুস্থ। আমার কাকারা এবং ফুফুরা মিলে সোমবার সকালে আমার মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে আমাদের ঘর ভেঙে ফেলে।
খবর পেয়ে আমি বরিশাল থেকে বাড়িতে গিয়ে ৯৯৯ নাম্বারে কল দেই। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারা ঘরের ছবি তুলে নিয়ে যান। এখন আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি। আমাদের জমি থেকে আমাদের জোর করে উচ্ছেদ করায় আমরা মামলার প্রস্তুতি নিয়েছি।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


:

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার শিমু
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।