আল-আমিন,বাবুগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান হাওলাদার।
তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক। দীর্ঘদিন থেকেই এ আসনের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় জনসংযোগ চালিয়ে আসছেন তিনি।
বিগত নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পেতে জোর চেষ্টা করেন। তখনও তিনি জোটের কারনে মনোনয়ন থেকে বঞ্চিত হয়।
এবার সাধারন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। করছেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রচারনা।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পোষ্ট অফিস বাজার, ময়দানের হাট, বাবুগঞ্জ কলেজ গেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মিজানুর রহমান। এসময় সাধারণ জনগনের ব্যাপক সারাও পান তিনি।
গণসংযোগকালে তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও এই আসনে আওয়ামীলীগের এমপি না পাওয়ায় দুই উপজেলাবাসীর কষ্ট আমাকে তাড়া করে। এজন্য আমি জাতির পিতার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছি। আমি আশাবাদী আমাকে মনোনয়ন দেয়া হলে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবো ।
এসময় তিনি আরো বলেন,অতীতের ন্যায় আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। বর্তমান সরকারের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা উন্নয়ন অগ্রগতিতে দুই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। গণসংযোগ কালে যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদার এর সাথে বাবুগঞ্জ-মুলাদী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত