মোঃ স্বপন মোল্লা (৫২) উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ মনিরুল ইসলাম (৩৮)
আমখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সমর্থক, কামাল সিকদার (৫৪) কলাগাছিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি, সবুজ গাজি (৩২) ডাকুয়া ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি, মোঃ সেকেন্দার আলী (৫৮) সাং কলাগাছিয়া বিএনপি’র সমর্থক, জয়নাল খান (৫২)
গজালিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক সভাপতি , বশির উদ্দিন স্বপন মোল্লা (৫৫) গলাচিপা উপজেলা বিএনপির সদস্য, মোশারেফ হোসেন পালোয়ান (৪৫) সদর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি সমর্থক, আব্দুর রাজ্জাক তালুকদার (৪৬) বকুলবাড়িয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারি, মাহতাব খান (২৮)
সাং সুতোবাড়িয়া, বিএনপি’র সমর্থক, মশিউর রহমান(৫২) চরকাজল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, মনির মাতব্বর (৩৪)চরকাজল ইউনিয়ন সেবক দলের সদস্য, জামাল শিকদার(৩৫),কামাল সিকদার (৫৪),মোঃ আফজাল হোসেন (৩০), সেকান্দার চৌকিদার (৫৮) সমর্থক গ্রেফতার করা হয়েছে।
গলাচিপা কোর্টের সিএসআই মোঃ শামসুল আলম বলেন
জিয়ার ২০৬ /২২ বিস্ফোরক দ্রব্য আইন ৩/৩ক/৪/৬
তত সহ ১৪৩ ৩২৩ ৩০৭ ৫০৬ পিসি দন্ডবিধিতে গ্রেফতার দেখানো হয়েছে, গলাচিপা কোর্ট থেকে সন্ধ্যার পরে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।