বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন। কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন প্রচারনায় তাক লাগিয়ে দিয়েছেন পুরো উপজেলা জুরে।
শুক্রবার বিকাল থেকে একযোগে উপজেলার ছয়টি ইউনিয়নে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপনের সমর্থনে ৭টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকালে কেদারপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী স্বপন।
সন্ধায় মাধবপাশা ইউনিয়নের ২নং ওযার্ডের বাদলা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সন্ধা সারে ৭ টায় মাধবপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে হাদিবাসকাঠী ভোটারদের সাথে আলোচনা সভা করেন।
আলোচনা সভা শেষে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভোটারদের সাথে নিয়ে গনসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন।
প্রতিটি সভা পরিনত হয়েছে জনসমুদ্র। ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। আরআগেকেদারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সরদার বাড়িতে দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ালীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার,মোস্তফা কামাল চিশতি, মো: দেলোয়ার হোসেন, কামাল হোসেন খন্দকার, নজরুল হাওলাদার,সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ করিম লাবু, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, কেদারপুর ইউনিয়ন ওয়ার্কাস পার্টির সভাপতি মোঃ জামাল উদ্দিন,মাধবপাশা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরু আলম বেপারী, ছাত্রমৈত্রীর সাবেক সহ-সভাপতি সুজন আহম্মেদ,মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন,কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান বিশ্বাস, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধরন সম্পাদক হারুন সিকদার,দক্ষিন কাজিরচর মাধ্যমিক বিদ্যালায় প্রধান শিক্ষক আবুল হোসেন বাবুল বিশ্বাসসহ উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পাটি ও ওয়ার্কাস পার্টি নেতাকর্মীরা।
কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন বলেন, আপনারা জানেন, এবং আমাকে চিনেন। আমি নতুন করে নিজেকে পরিচয় দেওয়ার কিছু নাই।
আমি আপনাদের সেবায় আছি এবং আগামীতেও থাকার জন্য আবারো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আপনাদের সেবক হয়ে থাকতে চাই। সবাই আমাকে কাপ-পিরিচ মার্কায় একটি করে ভোট আমাকে জয়যুক্ত করবেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত