বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি\ বরিশালের বাবুগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের হলরুমে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদরের নবনির্বাচিত চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক বাবুল আকন,বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহম্মেদ মুন্না,বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম,আগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপ সহকারি কৃষি কর্মকর্তা সুরুজ সিকদার, মোঃ সুমন, রাইসুল ইসলাম ওমর প্রমুখ। এসময় প্রণোদনা কর্মসূচিতে উপজেলার ছয়টি ইউনিয়নে প্রান্তিক ২২শো কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। পরে ২০২৩-২৪ অর্থ বছরে নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণাদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে ৩৫০শত নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নকে কাজে লাগিয়ে আগামীর দিনগুলোতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে মনোনিবেশ করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান উপজেলা চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত