বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের দুইদিন পর পাটক্ষেত থেকে নুর ইসলাম খান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) বিকালে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নূর ইসলাম খান (৬৫) ওই গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। স্থানীয়রা জানান, নুর ইসলাম খান ঋণের দায়ে জর্জরিত ছিলেন। তাই কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবার তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার দিনভর এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। রোববার বিকালে জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি পাটক্ষেতে মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। নিহত নুর ইসলামের ছেলে জুয়েল খান জানান, গত শুক্রবার সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বের হয়ে গৈৗরনদী উপজেলার সরিকল হাটে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় শনিবার দিনভর এলাকায় মাইকিংয়ের পাশাপাশি থানায় সাধারণ ডায়েরী করা হয়। বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ অলিউর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি রহস্যজনক বলে ধারনা করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘‘দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ : হাসান মামুন’
প্রতিষ্ঠাতা: মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি !! ‘বিগত সরকারের......বিস্তারিত