বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে বাড়ির পাশের জমিতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে মোঃ শহিদ হাওলাদার (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোঃ শহিদ হাওলাদার কেদারপুর ইউনিয়নের ওমর আলী হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় বাড়ির পাশে একটি জলাসায় কারেন্ট জাল ওঠাতে যাই। এসময় বিষধর সাপ তাকে বিষধর সাপ দংশন করেন। এরপর শহিদ জালসহ সাপটি বাড়িতে নিয়ে আসলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বাড়ির পাশে ওজা ডেকে ঝাড়ফুক দিলে তার অবস্থা আরও অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক রোগীর শরীরে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। সিনটম অনুযায়ী ধারনা করা হয় কোনো বিষধর সাপ তাকে দংশন করেছে। কালক্ষেপন না করে যদি দ্রত হাসপাতালে নিয়ে আসতো তাহলে চিকিৎসা দেয়া সম্ভব হতো। বিষয়টি নিশ্চিত করেছে ইউপি সদস্য মোঃ শাহিন হোসেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত