বাবুগঞ্জ প্রতিনিধি ॥ শেখ হাসিনা সরকার পদত্যাগের পর সারাদেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মালম্বীদের মন্দিরে হামলার খবর ছড়িয়ে পড়ে। এতে বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন মন্দিরে অবস্থান নিয়ে পাহারা দিতে থাকে ছাত্রদল।
গতকাল রাত থেকেই বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরসহ বিভিন্ন মন্দিরের সামনে বসে পাহারার ব্যবস্থা করেন।
ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়, গত রাত থেকেই, ছাত্রদল সব মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। যদিও বাবুগঞ্জ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মন্দির এলাকার অনিল দাস বলেন, আমরা ছাত্ররা আন্দোলন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে এই আন্দোলন সফল করেছি। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে এই বাংলাদেশকে গড়তে চাই।
বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন বলেন, আমরা গতকাল শুনতে পেরেছি ছাত্রলীগের গুন্ডারা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করতে এই রকম হামলা করে সাধারণ শিক্ষার্থীদের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তখন থেকেই আমাদের ছাত্রদলের কর্মীরা নিরাপত্তা দিচ্ছি। সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি। হিন্দুরাও আমাদের ভাই-বোন। তাই তাদের নিরাপত্তা ও তাদের অভয় দিতে মন্দিরের সামনে আমরা অবস্থান নিয়েছি। এদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত