আল-আমিন,বাবুগঞ্জ॥ দীর্ঘ ১৭ বছর পর বাধা ছাড়াই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার নতুন হাট এলাকা থেকে একটি মটরশোভাযাত্রা বের হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি মোহনগঞ্জ, মাধবপাশার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রহমতপুর বাসস্ট্যান্ড আসে শেষ হয়। এতে হাজার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী অংশ নেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব কামরুল আহসান সোহাগ। তারা বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল।
অবশেষে তাকে এই দেশের ছাত্র জনতা পদত্যাগ করতে বাধ্য করেছে। তাকে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিগত সময়ে রাজপথের আন্দোলনে থেকে স্বেচ্ছাসেবক দল গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। দেশের চলমান পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে প্রস্তুত থাকবে।
এসময় বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্না আহ্বায়ক খান মোঃ জসিম,যুগ্না আহ্বায়ক মোঃ সজিব হোসেন, সোপান শরীফ, মেহেদী হাসান,জাকির হোসেন,সদস্য আব্দুল রাজ্জাক, আগরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্না আহ্বায়ক খান মোঃ সোহাগ, এনামুল হক উজ্জাল,নয়ন,মাধবপাশা ইউনিয়নের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সবুজ, সাবেক সদস্য সচিব মোঃ সুজন হোসেন, চাঁদপাশা ইউনিয়নের সাবেক আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম,আব্দুল রমিজ,দেহেরগতি ইউনিয়নের সাবেক আহ্বায়ক মোঃ হিইয়ার হোসেন ফরাজী,সাবেক সদস্য সচিব মোঃ আল-আমিন,সজিব,রুমান হাওলাদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আর আগে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে জমায়েত হন। পরে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের করা হয়।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত