বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে জিআর ও সি আর মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ শাহিনুল ইসলাম অপু (২২) পশ্চিম ভুতেরদিয়া গ্রামের সেলিম জমাদ্দার এর ছেলে ও একই এলাকার মোঃ নাঈম ইসলাম(২৪) জালাল আহমেদের ছেলে।২২-১০-২৪ ইংরেজী তারিখে দায়েরকৃত মামলা নং- ০৫।
এছাড়াও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ মহসিন মোল্লা দেহেরগতি ইউনিয়নের ইদেলকাঠী গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ও শাহাজালাল মাঝি কেদারপুর ইউনিয়নের মোঃ আমজেদ মাঝি ছেলে।
থানা পুলিশ জানায়, ২০২১ সালে জিআর মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মহসিন মোল্লা ও ২০২২ সালে সিআর মামলায় ১ মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহাজালাল মাঝি এতোদিন পালিয়ে ছিলেন।
আসামীরা এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানার অফিসার ইনর্চাজ শেখ মোঃ আমিনুল ইসলাম’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া অন্য দুই আসামীকে নিয়মিত মামলার গ্রেফতার করা হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মহসিন মোল্লা জিআর মামলায় ৩ বছর ও শাহাজালাল মাঝির সি আর মামলায় ১ মাসের সাজা হয়েছে। জিআর মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ রয়েছে মহসিন মোল্লা বিরুদ্ধে।
সাজা রায়ের পর থেকে আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৪ জনকে রবিবার (৩রা নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত