ডেমরা প্রতিনিধি !! বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই দেশ যতটুকু আমার এই দেশ ততো টুকু আপনার। বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, নেহরীন মোস্তফা দিশি, গতকাল ডেমরা থানাধীন সারুলিয়া বাজারে সার্বজনীন সারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন কালীন সময় তার বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন ‘ধর্ম যার যার উৎসব সবার’।
যখন গোধূলি নামে তখন একইসঙ্গে মসজিদ থেকে আজানের ধ্বনি এবং শংখ ধ্বনি জানান দেয় যে আমরা মহান বাঙালি জাতি, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই, নেই কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ। সেই জন্মলগ্ন থেকেই আমরা অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ নামেই পরিচিত বিশ্বের কাছে।
তিনি আরো বলেন, এবার সারাদেশে ৩১ হাজার ৩৯৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের চেয়ে ৪৮৩টি বেশি।
ডেমরা থানার পূজা মণ্ডপে মহাঅষ্টমীর আয়োজকদের ধন্যবাদ ও সারদীয় শুভেচ্ছা জানান।
তিনি একই দিনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্ষন করেন এবং পূজা আয়োজন কারী কমিটি সহ সবার সাথে কুশল বিনিময় করেন।
‘‘দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ : হাসান মামুন’
প্রতিষ্ঠাতা: মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি !! ‘বিগত সরকারের......বিস্তারিত