নিজস্ব প্রতিনিধিঃ অমর একুশে গ্রন্থ মেলার শেষদিনে ভাষা শহীদদের সম্মান জানিয়ে, একতা পরিবারের বর্ণাঢ্য আয়োজন গতকাল বইমেলার শেষ দিনে একতা কালচারাল এন্ড সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে মাধকবিরোধী রেলি অনুষ্ঠিত হয় l ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রেলিটি শাহবাগ হয়ে বইমেলা প্রদিক্ষন করে l এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা জয়নাল রেজা, সংগঠন নের সিনিয়র সদস্য বৃন্দসহ সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সংগীত শিল্পী ও উপস্থাপক রবিন আহমেদ। সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সময়ের সম্পাদক লায়ন মিযানুর রহমান, লেখক কলামিস্ট মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ডালিম মাসুদ,অভিনেতা আমিন খান, রূপা আহমেদ, ডেইজী ডালিম, মিসেস রেজা, জেনিকা, আরিয়ান,সালাউদ্দিন। আয়োজনে নেতৃত্ব দেন একতার প্রাণ পুরুষ রিয়াজ উদ্দিন ও মোঃ মুবারক।