ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় পোস্তগোলা ফায়ার স্টেশনের এক কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গত রোববার তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হলে তার সংস্পর্শে আসা ৩১ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে ওই কর্মীদের নমুনা পরীক্ষা করে মঙ্গলবার জানা গেছে, সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ।
করোনা আক্রান্ত কর্মকর্তা ও কোয়ারেন্টিনে যারা আছেন সকলেই ভালো আছেন বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। তিনি বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের সব ধরনের চিকিৎসা ও অন্যান্য সহায়তা করা হচ্ছে।
মানুষের সেবায় যতটুক সম্ভব স্বাস্থ্য সুরক্ষা মেনে ফায়ার সার্ভিসের কর্মীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।
‘‘দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ : হাসান মামুন’
প্রতিষ্ঠাতা: মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি !! ‘বিগত সরকারের......বিস্তারিত