প্রহর ডেস্ক>>
করোনাভাইরাস চীন ছড়িয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের কাছে এ অভিযোগের প্রমাণ চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রকে করোনা চীনে ছড়িয়েছে এমন অভিযোগের প্রমাণ দিতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থতি বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান। সোমবার জেনেভা থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
করোনা সংক্রমণের পর থেকেই চীন ভাইরাসটি ছড়িয়েছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। আর চীন বরাবরই এ দাবি অস্বীকার করে আসছে।
গত বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ওইদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চীনের ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলে তিনি প্রমাণ দেখতে পেয়েছেন।
গত রোববার মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও জানান, এই সংক্রান্ত তাৎপর্যপূর্ণ প্রমাণ রয়েছে তাদের কাছে।
এ প্রসঙ্গে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান বলেন, ‘করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো তথ্যনির্ভর প্রমাণ পাইনি। সুতরাং আমাদের দিক থেকে এই দাবি অনুমান নির্ভর।’
তিনি বলেন, ‘ডব্লিউএইচও ‘প্রমাণ নির্ভর সংস্থা’ হিসেবে ভাইরাসটির উৎপত্তি নিয়ে যেকোনো তথ্য পেতে আগ্রহী। ফলে সেই তথ্য ও প্রমাণ যদি থেকে থাকে তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেই সিদ্ধান্ত নিতে কবে এবং কোথায় তা দেখানো হবে।’
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত