DailyBarishalerProhor.Com | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুম্বাইয়ে ১৭ মে পর্যন্ত ১৪৪ ধারা জারি

প্রকাশিত : মে ০৫, ২০২০, ২২:৫৩

মুম্বাইয়ে ১৭ মে পর্যন্ত ১৪৪ ধারা জারি

প্রহর ডেস্ক>>

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ১৭ মে পর্যন্ত মুম্বাইতে জারি থাকবে ১৪৪ ধারা।

সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনও অনাবশ্যকীয় জিনিস কিনতে

এক বা একাধিক মানুষের বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ওই সময়ে শুধুমাত্র মেডিক্যাল প্রয়োজনে ব্যবহৃত গাড়ি রাস্তায় বের হবার অনুমতি দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়।

পহেলা মে তৃতীয় দফার লকডাউনের কথা ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

তবে এই লকডাউনে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে। সব জোনেই খুলেছে মদের দোকান।

তবে সোমবার (৪ মে) মদের দোকান খোলার পরই মুম্বাইয়ে যে হইচই শুরু হয়ে যায়, তার জেরে জটলার সৃষ্টি হয়।

লকডাউনের নিয়ম না-মেনে স্থানীয় কিছু মদের দোকানের সামনে ভিড় জমান মানুষজন।

দোকানের বাইরে লম্বা লাইনের ক্ষেত্রেও সোশ্যাল ডিসট্যানসিং মানা হয়নি।

দেশের মধ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র তথা মুম্বাইতে এই ঘটনা হালকা ভাবে নিতে চায়নি প্রশাসন।

এরপরই ১৪৪ ধারা জারি করা হয়।

টুইটে মুম্বাই পুলিশ জানায়, লকডাউনের নিজস্ব কিছু নিয়ম ও ছাড় রয়েছে।

কাউন্টারে ভিড় এড়াতে কাল থেকে স্ট্যান্ড অ্যালোন দোকানগুলি গ্রাহকদের টোকেন দেবে।

যদি সোশ্যাল ডিসট্যানসিং মানা না-হয়, তবে এই পরিষেবাও বন্ধ করে দেওয়া হবে।

সাম্প্রতিক খবর অনুযায়ী, মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১শ’ ২৩।

সোমবার আরও ১৫০ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সেদিন করোনার বলি হয়েছেন আরও ১৮ জন।

এর ফলে মুম্বাইতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬১।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।