প্রহর ডেস্ক>>
লকডাউনের শুরু থেকেই বিভিন্নভাবে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন সালমান খান। ভারতের চলচ্চিত্র শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন এফডব্লিউআইসিই। প্রায় পাঁচ লাখ শ্রমিক এখানকার সদস্য। তাঁদের ভেতর মানবেতর জীবন যাপন করা ২৫ হাজার কর্মীর তালিকা তৈরি করে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নেন সালমান। তারপর প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি জমা হয়েছে ৩ হাজার রুপি। যদিও এত বড় একজন তারকার জন্য এটা এমন কোনো বড় অর্থ নয়।
এরপর মুম্বাইয়ের মালেগাঁওয়ে করোনায় লকডাউনে আটকে পড়া ৫০ জন নারী শ্রমিকের পাশে দাঁড়ালেন ৫৪ বছর বয়সী সালমান। সালমান খানের উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান এর দায়িত্ব নিয়েছে। সালমান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সর্বশেষ ভিডিওটি চোখে পড়েছে? এই ভিডিও দেখা হয়েছে ৫৪ লাখ ২০ হাজারের বেশিবার। সেখানে সালমান খানকে দেখা যাচ্ছে প্রেমিকা ইউলিয়া ভানতুর, জ্যাকলিন ফার্নান্দেজ, রাহুল এন কানাল, কামাল খান, ওয়ালুসকা ডি সুজা—পানভেলের ফার্মহাউসের সঙ্গীদের নিয়ে একটা বিরাট ভ্যানের ওপর ত্রাণ জড়ো করছেন। প্রতিটি প্যাকেটে আছে চাল, ডাল, সবজি, ডিম ও আটা।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত