DailyBarishalerProhor.Com | logo

২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা জামিনে মুক্ত, আপময় জনতার ভালবাসায় সিক্ত

প্রকাশিত : সেপ্টেম্বর ০৮, ২০২০, ০০:১৮

ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা জামিনে মুক্ত, আপময় জনতার ভালবাসায় সিক্ত

নিজস্ব প্রতিবেদক!! দুইটি মামলায় বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুরের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন লিটন মোল্লা জামিনে মুক্তি পেয়েছেন। বরিবার ১২টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদের আদালত তার জামিন মঞ্জুর করেন।উল্লেখ, গত ২২ জুলাই রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে গোল্ডেন লাইনের ম্যানেজার শহিদুল ইসলামক মারধরের ঘটনা আর বিএমএফ কাউন্টারে চাদাবাজির ঘটনায়ও। লিটন মোল্লাকে প্রধান আসামী করা হয়। এই দুইটি মামলায় গত ২৭ আগস্ট আদালতে জামিন চাইতে গেলে আদালত না মঞ্জুর করে আদালতে প্রেরন করেন।সম্পুর্ন মিথ্যা মামলা থেকে প্রায়শই ৯দিন কারাভোগের পর গতকাল বিকালে জামিনে জেল থেকে ছাড়া পান।লিটন মোল্লা জেল থেকে বের হয়ে প্রথমই বিসিসি মেয়র ও মহানগর আ,লীগে সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে সাক্ষাত করেন।এর পর তিনি তার বাসায় গেলে ইউনিয়নবাসি,বাস মালিক, শ্রমিক ইউনিয়ন সহ নথুল্লাবাদ সংশিষ্ট সকলই ফুলেল শুভেচ্ছা জানান। ফাকে ফাকে সবই সাথে কুশল বিনিময়ও করেন।এ সময় লিটন মোল্লাকে কাছে পেয়ে তারা আবেগ আক্লুত হয়ে পরেন।অন্যএক পরিবেশের সৃষ্টি হয়। বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং মামলা পরিচালনা করেছেন এডভোকেট আফজালুল করিম,সাজু, আনিচ উদ্দিন শহিদ, জুয়েল সহ সকল আইনজীবী কে আন্তারিক শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে চেয়ারম্যান লিটন মোল্লা বলেন। আল্লাহ রহমতে আমার রাজনৈতিক অভিভাবক সব জানেন, আমি কোন দিন ক্ষমতার অপব্যবহার করিনি,আর করবো না,সত্যের বাত্তি টিপটিপ করে জলে, আর অসত্যের বাত্তি দাউ দাউ করে নিভে যায়। একদিন ঠিকই সত্য বেড়িয়ে আসবে ইনশাআল্লাহ।তিনি আর বলেন, সৎ থেকে আমার বাবা আজীবন দলের পিছনে সময় দিছে, তার রক্ত আমার শরীরে, আমিও বাবার মত যতদিন বাচবো দলের জন্য জীবন সংগ্রাম চালিয়ে যাবো,তাতে মৃতু হলেও পিছপা হবো না। তাতে যততই বাধা আসুক না কেনো। আর মিথ্যা মামলাকে তিনি ভয় পান বলে তিনি জানান ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।