নিজস্ব প্রতিবেদক!! দুইটি মামলায় বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুরের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন লিটন মোল্লা জামিনে মুক্তি পেয়েছেন। বরিবার ১২টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদের আদালত তার জামিন মঞ্জুর করেন।উল্লেখ, গত ২২ জুলাই রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে গোল্ডেন লাইনের ম্যানেজার শহিদুল ইসলামক মারধরের ঘটনা আর বিএমএফ কাউন্টারে চাদাবাজির ঘটনায়ও। লিটন মোল্লাকে প্রধান আসামী করা হয়। এই দুইটি মামলায় গত ২৭ আগস্ট আদালতে জামিন চাইতে গেলে আদালত না মঞ্জুর করে আদালতে প্রেরন করেন।সম্পুর্ন মিথ্যা মামলা থেকে প্রায়শই ৯দিন কারাভোগের পর গতকাল বিকালে জামিনে জেল থেকে ছাড়া পান।লিটন মোল্লা জেল থেকে বের হয়ে প্রথমই বিসিসি মেয়র ও মহানগর আ,লীগে সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে সাক্ষাত করেন।এর পর তিনি তার বাসায় গেলে ইউনিয়নবাসি,বাস মালিক, শ্রমিক ইউনিয়ন সহ নথুল্লাবাদ সংশিষ্ট সকলই ফুলেল শুভেচ্ছা জানান। ফাকে ফাকে সবই সাথে কুশল বিনিময়ও করেন।এ সময় লিটন মোল্লাকে কাছে পেয়ে তারা আবেগ আক্লুত হয়ে পরেন।অন্যএক পরিবেশের সৃষ্টি হয়। বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং মামলা পরিচালনা করেছেন এডভোকেট আফজালুল করিম,সাজু, আনিচ উদ্দিন শহিদ, জুয়েল সহ সকল আইনজীবী কে আন্তারিক শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে চেয়ারম্যান লিটন মোল্লা বলেন। আল্লাহ রহমতে আমার রাজনৈতিক অভিভাবক সব জানেন, আমি কোন দিন ক্ষমতার অপব্যবহার করিনি,আর করবো না,সত্যের বাত্তি টিপটিপ করে জলে, আর অসত্যের বাত্তি দাউ দাউ করে নিভে যায়। একদিন ঠিকই সত্য বেড়িয়ে আসবে ইনশাআল্লাহ।তিনি আর বলেন, সৎ থেকে আমার বাবা আজীবন দলের পিছনে সময় দিছে, তার রক্ত আমার শরীরে, আমিও বাবার মত যতদিন বাচবো দলের জন্য জীবন সংগ্রাম চালিয়ে যাবো,তাতে মৃতু হলেও পিছপা হবো না। তাতে যততই বাধা আসুক না কেনো। আর মিথ্যা মামলাকে তিনি ভয় পান বলে তিনি জানান ।
‘‘দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ : হাসান মামুন’
প্রতিষ্ঠাতা: মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি !! ‘বিগত সরকারের......বিস্তারিত