ডেস্ক রিপোর্ট ।। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় বরিশাল জেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১০ এপ্রিল) জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে পৃথক ৪ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় জনসচেতনায় বিতরণ করা মাস্ক।
গৌরনদীর বাটাজোর বাজারে সকাল ১০ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় স্বাস্থ্য বিধি প্রতিপালন না করায় ১ ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি। অপরদিকে জাটকা ইলিশ বিক্রি করায় এক মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা এবং মাছ জব্দ করে ২টি এতিমখানায় বিতরণ করা হয়।
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, মাধবপাশা ও দারোগার হাট এলাকায় অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এসময় তিনি স্বাস্থ্য বিধি অমান্যকারী ৫ ব্যক্তিকে পৃথক মামলায় ৩ হাজার টাকার জরিমানা করেন।
এছাড়া বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ ব্যক্তিকে ১৫শ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
পাশাপাশি অপর এক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭জন ব্যক্তিকে ১৫শ টাকা জরিমানা করেছেন।
পৃথক এসব অভিযান পরিচালনায় সহায়তা করেন আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত