মোঃরিয়াদ হোসাইন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি>>> পটুয়াখালীর গলাচিপায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে আল-আমিন (২৬) নামের যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের পরিত্যক্ত গ্যাসফিল্ড এলাকার মসজিদের দক্ষিন পাশের সড়কে এ ঘটনা ঘটে। আল-আমিন উপজেলার চরকাজল ইউনিয়নের চরকাজল গ্রামের মো. অলিল সরদারের ছেলে। এ ঘটনায় জলিল দর্জি ও ইব্রাহীম দর্জি নামের ২ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের গ্যাস ফিল্ড বাজার সংলগ্ন মসজিদের দক্ষিন পাশের সড়ক দিয়ে আল-আমিন দুটি গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী দেখতে পেয়ে চোর সন্দেহে রাতের অন্ধকারে আল-আমিনকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। বুধবার সকালে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গরু চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে আল-আমিনের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত