রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা আদালতের সব ধরণের কার্যক্রম চালু করার দাবিতে জেলা আইনজীবী সমিতির আয়োজনে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে আইনজীবী ও আইনজীবী সহকারীরা (মুহরী) অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আ. খালেক মিয়া, মো. মোখলেছুর রহমান (খোকন), মো. শামীম মিয়া, মো. সিদ্দিকুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. মামুন খান ও মো. আল-আমিন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভার্চুয়াল নহে, স্বাস্থ্য বিধি মেনে আদালতের সকল কার্যক্রম নিয়মিত করতে হব। ভার্চুয়ালের কারণে আইনজীবীরাসহ আইনি সহায়তা প্রাপ্তি সাধারণ মানুষরাও আজ অতিষ্ট। আইনজীবীরা অবিলম্বে আদালতের কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চালু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত