যারা ভাবছেন নৌকা হেরে যাবে তারা এখনও ভুলের মধ্যে আছে’
বাবুগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরে আলম বেপারির পক্ষে নির্বাচনী প্রচারনায় প্রতিদিন অংশ নিচ্ছেন উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতাকর্মীরা। নির্বাচনে প্রচারনার কৌশল অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে কর্মী সভা, গনসংযোগ ও ওয়ার্ক করছেন প্রার্থীর কর্মী সমার্থকরা। ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী সভায় বেশ সারা পাচ্ছে নৌকা প্রতীকের কর্মীসমার্থকরা।
বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে নৌকা প্রতীকের উঠান বৈঠকে বক্তরা বলেন, ‘যারা এখনও ভাবছেন নৌকা প্রতীক হেরে যাবে তারা ভুলের মধ্যে রয়েছে। এখনও সময় আছে সঠিক বুজ নিয়ে নৌকার বিজয়ে কাজ করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে জোয়ার বইছে। তৃনমুল নেতাকর্মীরা কাজ করলে প্রত্যেক কেন্দ্রে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।
নির্বাচনের দিন নেতাকর্মীরা সকাল থেকেই ভোটারদের বাড়িবাড়ি গিয়ে কেন্দ্র নিয়ে আসবেন’।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মন্নান হাওলাদার, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনি সম্পাদক আক্তার উজ জামান মিলন মৃধা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আকন্দ।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত