DailyBarishalerProhor.Com | logo

৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিতর্কিত পেনাল্টির সময় মাঠে আরও একটি বল ছিল

প্রকাশিত : জুলাই ০৮, ২০২১, ১৩:৩৬

বিতর্কিত পেনাল্টির সময় মাঠে আরও একটি বল ছিল

পেনাল্টির এ সিদ্ধান্তে খেপেছেন ডেনমার্কের কোচ কাসপার হিউলমান্দ। ম্যাচ শেষে তাঁর প্রতিক্রিয়া, ‘আমরা ভীষণ, ভীষণ হতাশ। এটা নিয়ে কথা বলাই আমার জন্য কঠিন। কিছুদিন পর এ নিয়ে কথা বললে আমার জন্য একটু সহজ হয়।’

গোটা ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে টক্কর দিয়েছে ডেনিশরা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য এভাবে নির্ধারিত হওয়ায় হতাশা ও ক্ষোভ চেপে রাখতে পারেননি হিউলমান্দ, ‘ম্যাচ এভাবে নির্ধারিত হবে সেটার জন্য খুব হতাশ লাগছে…এটা এমন পেনাল্টি যা পেনাল্টি হওয়া উচিত নয়। সে কারণে বিরক্ত লাগছে।’

ডেনমার্কের লেফট উইংব্যাক জোয়াকিম মেয়লে ও উইঙ্গার ম্যাথিয়াস ইয়েনসেনের সঙ্গে স্টার্লিংয়ের কোনো শারীরিক স্পর্শ হয়েছিল কি না, ভিডিও রিপ্লে বারবার দেখেও অনেকে নিশ্চিত হতে পারেননি। হিউলমান্দ সরাসরি বলেন, ‘ম্যাচ হারা এক জিনিস, যেটা হতেই পারে। কিন্তু এভাবে হারটা ভীষণ হতাশার। এটা হজম না করে কেমন লাগছে তা নিয়ে বলা খুব কঠিন। তিক্ততা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে।’

বিতর্ক আরও আছে। স্টার্লিং বল নিয়ে বক্সে ঢোকার সময় অতিরিক্ত একটি বল তাঁর ডান পাশে পড়ে ছিল। মানে, মাঠের ভেতর অতিরিক্ত আরও একটি বল ছিল। কিন্তু রেফারি খেলা থামাননি। এর কয়েক সেকেন্ড পরই পেনাল্টি পায় ইংল্যান্ড।

তবে ইংল্যান্ড তারকা স্টার্লিং মনে করেন ওটা পেনাল্টি-ই ছিল, ‘আমি বক্সে ঢুকেছি। সে (প্রতিপক্ষ ডিফেন্ডার) তার ডান পা আমার পায়ে লাগিয়েছে, এটা পেনাল্টি-ই ছিল।’

মাঠে অতিরিক্ত একটি বল নিয়ে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের প্রতিক্রিয়া, ‘মাঠে অতিরিক্ত একটা বল দেখেছি। জানি না ওটা কীভাবে ঢুকল, এবং কী করা যেত। কিন্তু আমি ইংল্যান্ডের ম্যাচটা দেখেছি যেখানে ওটা ঘটলেও গোল বাতিল হয়নি। পেনাল্টি কীভাবে হলো সেটা দেখিনি। তবে অনেকেই এ নিয়ে আমাকে প্রশ্ন করেছেন।’

১৯৯২ ইউরোর রূপকথা নতুন করে লেখার পথে ছিল ডেনমার্ক। সেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার দলের মূল তারকা ক্রিস্টিয়ান এরিকেসেন ডেনমার্কের প্রথম ম্যাচে হার্ট অ্যাটাকের শিকার হয়ে মাঠ ছাড়লেও দুর্দান্ত খেলে সেমিফাইনালে উঠে এসেছিল তারা।

কিন্তু বিতর্কিত সেই পেনাল্টি ভেঙেছে ডেনিশদের। সেই সঙ্গে একটি প্রশ্নও তুলেছে—যা টুইটারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’র কর্ণধার ও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিবেদক, ‘এটা পেনাল্টি হয় না কিন্তু খেলাটা তো ওয়েম্বলিতে।’

অর্থাৎ, ইংল্যান্ডের মাঠে!


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।