চট্টগ্রাম প্রতিনিধি !! চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাঠগড় বাজার এলাকায় বিষপানে লিপি আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত লিপি আক্তার কাঠগড় বাজার এলাকার মোঃ আমজাদ উদ্দিনের স্ত্রী।
আমজাদ উদ্দিন বলেন, সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে নিজের কক্ষে বিষপান করেন লিপি। পরে দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন তা বুঝে উঠতে পারছি না।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ,এস,আই শীলব্রত বড়ুয়া বলেন, সন্ধ্যায় ওই গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে হাসপাতালের ডিউটিরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিষপান করেছেন বলে জেনেছি।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত