গৌরনদীপ্রতিনিধি \\ ফরিদপুর থেকে মাহেন্দ্রযোগে বাড়ি ফেরার পথে নবজিৎ দত্ত (২০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত নবজিৎ দত্ত বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী (টরকী বন্দর) এলাকার সঞ্জীব দত্তের পুত্র।
নিহতের বাবা সঞ্জীব দত্ত জানান, গতকাল (সোমবার) ফরিদপুর থেকে আসার পথে রাজৈর থানাধীন কলাবাড়ি স্ট্যান্ডে পেঁৗছলে পিছন থেকে একটি প্রাইভেটকার নবজিতকে বহনকৃত মহেন্দ্রাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে করে মহেন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে গিয়ে আঘাত হানে এবং ঘটনাস্থলেই নবজিৎ দত্ত মারা যায়।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত